ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

তাহিরপুরে রিভলবার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
তাহিরপুরে রিভলবার উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রাম মাঝের টেক থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংল‍াদেশের (বিজিবি) সদস্যরা।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রাম মাঝের টেক থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংল‍াদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভারতীয় সীমান্ত এলাকায়  টহলরত বিজিবির একটি দল রিভলবারটি উদ্ধার করে।

টেকেরঘাট সীমান্ত ফাঁড়ি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে বিজিবির একটি টহল দল রিভলবারটি দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেয়। পরে রিভলবারটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।