ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে নকলনবিসদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
পিরোজপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে নকলনবিসদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাকরি স্থায়ীকরণের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছেন নকলনবিসরা।

পিরোজপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাকরি স্থায়ীকরণের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছেন নকলনবিসরা।

 

 
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিস) অ্যাসোসিয়েশন জেলা শাখা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

 

এ উপলক্ষে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে অবস্থান ধর্মঘট পালন করে।
 
এ সময় সংগঠনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- উপদেষ্টা আব্দুল আলীম মোল্লা, সহ সভাপতি মো. ইউসুফ মল্লিক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন চাকরি স্থায়ীকরণের দাবিতে ০৪ ডিসেম্বর থেকে কলম বিরতি পালন করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।