ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়া অঞ্চলের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আশুলিয়া অঞ্চলের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

আশুলিয়া অঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা: আশুলিয়া অঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে আন্দোলনরত শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আলমগির রনি, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাসের সাধারণ সম্পাদক চায়না রহমান, বিজিটিএলডব্লিউএফ এর নেতা কুতুব উদ্দিন আহমেদ, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা রহমান, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি মো. রাশেদুল আলম রাজু, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা সালাউদ্দিন স্বপন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারাম সুলতান, এসজিএসএফ-এর নাজমা আক্তার, বিজিআইডব্লিউএফ-এর সভাপতি বাবুল আক্তার, এনজিডব্লিউএফ-এর সাফিয়া পারভিন প্রমুখ বেঠকে অংশ নেন।

সভায় শ্রমিকদের নানাবিধ সমস্যার উপর দীর্ঘ আলোচনা শেষে এ মাসে অথবা আগামী মাসের প্রথম দিকে কারখানা মালিকদের উপস্থিতিতে শ্রমিক, মালিক ও মন্ত্রণালয় একটি সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।

আশুলিয়ার যে সব কারখানার শ্রমিকরা কাজ থেকে বিরত রয়েছেন তারা শনিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে কাজে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।