ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ জড়িত- এ গুঞ্জন ওঠায় হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

ঢাকা: সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ জড়িত- এ গুঞ্জন ওঠায় হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শহীদুল হক বলেন, সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের নাম ওঠায় হাইকোর্ট তদন্ত করতে বলেছেন। তারই ভিত্তিতে বর্তমানে তদন্ত চলছে। এছাড়া যদি এ ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, এ ঘটনায় কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না।

ডিবি পুলিশ শের আলীর প্রশংসা করে আইজিপি বলেন, শের আলী পুলিশ বাহিনীর গৌরব। তিনি যেটা করেছেন তাতে পুলিশ বাহিনীর সম্মান আরও বেড়েছে। এছাড়া পুলিশ বাহিনীতে যারা ভালো কাজ করবে ডিপার্টমেন্ট অবশ্যই তাদের পদকের মাধ্যমে সম্মানে ভূষিত করবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বিজয় অর্জিত হয়েছিল। আজ তাদের প্রতি সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা।

বিজয় দিবসে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান তিনি।

রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি আরও শ্রদ্ধা জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপির পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এসজে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।