ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
খাগড়াছড়িতে শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়াশায় ঢাকা চারপাশ। সূর্যোদয়ের আলো তখনি ফোটেনি। কিন্তু স্মৃতিসৌধের চারপাশ নানান রঙের ফুল হাতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

খাগড়াছড়ি: কুয়াশায় ঢাকা চারপাশ। সূর্যোদয়ের আলো তখনি ফোটেনি।

কিন্তু স্মৃতিসৌধের চারপাশ নানান রঙের ফুল হাতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

অনেকের হাতে, মাথায় লাল সবুজ পতাকা। অনেকে আবার নিজের পরনের জামা বানিয়েছেন লাল সবুজ কাপড়ে। তীব্র শীতে বাবার হাত ধরে স্মৃতিসৌধে ফুল দিতে এসেছে ছোট্ট শিশুরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। স্বাধীনতার ৪৫ বছর। দিনটি উপলক্ষে সকালে ৩১ বার তোপধ্বনি দেন জেলা পুলিশ। পরে শহরে চেঙ্গী স্কয়ার এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথো অং মারমা, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকু আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল।

এছাড়া খাগড়াছড়ি সিভিল সার্জন, খাগড়াছড়ি বন বিভাগ, প্রেসক্লাব, জাবারাং, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, রেড ক্রিসেন্ট, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতিসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় স্মৃতিসৌধে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রইছ উদ্দিন জাতীয় পতাকা উত্তোলন করেন।

এদিকে সকাল ৯টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীর চর্চা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. মাসুদ করিম ও পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।