ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বরগুনা

বরগুনার আমতলীতে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বরগুনা: বরগুনার আমতলীতে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আমতলী সরকারি কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার জিএম দেলওয়ার হোসেন।

এ সময় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, মুক্তিযোদ্ধা শাহজাহান কবির প্রমুখ।

পরে মুক্তিযোদ্ধাদের হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের সভাপতি মো. মুশফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।