ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে কেরানীগঞ্জে টেবিল টেনিস ও ভলিবল খেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
বিজয় দিবসে কেরানীগঞ্জে টেবিল টেনিস ও ভলিবল খেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে টেবিল টেনিস ও ভলিবল খেলা শুরু হয়েছে।

কেরানীগঞ্জ, ঢাকা: বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে টেবিল টেনিস ও ভলিবল খেলা শুরু হয়েছে।

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ খেলার উদ্বোধন করা হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষক বনাম পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন-বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য আনিসুর রহমান মৃধা, অভিভাবক সদস্য ফরিদ হোসেন, আওয়ামী লীগ নেতা রাজু, মো. সুমন ও মোফাজ্জল হোসেন মানিক প্রমুখ।

শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার জন্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু টেবিল টেনিস ও ভলিবল খেলার সরঞ্জামাদি উপহার দিয়েছেন। ফলে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধূলাও করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।