ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় পাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
পাবনায় পাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত।

 

এবারের নির্বাচনে প্রার্থিতা নিয়ে সমঝোতা না হওয়ায় বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত শিক্ষক সমাজ নামে দুটি প্যানেল করে নির্বাচনে অংশ গ্রহণ করছেন শিক্ষকরা।

শিক্ষক সমিতির ১৫টি পদের বিপরীতে দুই প্যানেলের ৩০ শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

বঙ্গবন্ধু পরিষদে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকর্ম বিভাগের চেয়াম্যান প্রক্টর আওয়াল কবির জয় সম্পাদক মো. কিসলু লোমান চেয়াম্যান সি এস ই বিভাগ।  

অপরদিকে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সমাজের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মো. আরিফিন ওবায়দুল্লাহ চেয়ারম্যান বাংলা বিভাগ ও সম্পাদক হিসেবে উত্তম কুমার চৌধুরী প্রভাষক পদার্থ বিজ্ঞান বিভাগ।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।