ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
উল্লাপাড়ায় বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মোড়ে বাসের চাপায় ওসমান গণি প্রামাণিক (৪৪) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মোড়ে বাসের চাপায় ওসমান গণি প্রামাণিক (৪৪) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান গণির বাড়ি একই উপজেলার হেমন্তবাড়ি গ্রামে।  

বিকেল পৌনে ৩টার দিকে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, দুপুরে বাইসাইকেলে করে অন্য কোনো এলাকা থেকে বাড়ি ফিরছিলেন ওসমান। পথে কাওয়াক মোড়ে বি-নগর নামে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে চালকসহ বাসটি আটক করে। এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।