ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ভাতিজার হাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
নেত্রকোনায় ভাতিজার হাতে চাচা খুন নেত্রকোনা

নেত্রকোনার কলমাকান্দায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার দা’য়ের কোপে চাচা খুন হয়েছেন।

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার দা’য়ের কোপে চাচা খুন হয়েছেন।

 

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসামে এ ঘটনা ঘটে।

মো. শাহ্জাহান মিয়া (৪৫) বাউসাম গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় দুপুরে ভাতিজা হৃদয় মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাঁন মোহাম্মদ আবু নাসের বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে শাহজাহান মিয়ার ভাই ও ভাতিজাদের মধ্যে জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে তার ভাই-ভাতিজাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শহজাহান মিয়া সংঘর্ঘ থামাতে গেলে তার ভাতিজা হৃদয় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে তাকে আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।