ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস উপলক্ষে মাগুরায় লাঠিখেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বিজয় দিবস উপলক্ষে মাগুরায় লাঠিখেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা শহরের নোমনী ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।

মাগুরা: মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা শহরের নোমনী ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডবাসী এ খেলার আয়োজন করে।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএতে প্রধান অতিথি ছিলেন-পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।

লাঠিখেলায় সভাপতিত্ব করেন-পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু রেজা নান্টু। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমলাঠিখেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৫০ জন লাঠিয়াল সর্দার অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে নেচে নেচে তারা লাঠিখেলা প্রর্দশন করেন। যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।