ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

আজিমপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আজিমপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর আজিমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিজান (১৬) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত মিজান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আয়নাল হকের ছেলে।

ঢাকা: রাজধানীর আজিমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিজান (১৬) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মিজান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আয়নাল হকের ছেলে।

তার ছোটভাই রুবেল বাংলানিউজকে জানান, আজিমপুর কবরস্থানের পাশে নির্মাণাধীন একটি চারতলা ভবনের নিচতলায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন মিজান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজেডএস/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।