ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জে পুলিশ মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে পুলিশ মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় পুলিশ লাইন্সের হল রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশ এ সংবর্ধনা সভার আয়োজন করে।

সুনামগঞ্জের বর্তমান উপ পরিদর্শক (এসআই) জ্ঞান রঞ্জন সরকারসহ অবসরপ্রাপ্ত ১৩ পুলিশ মুক্তিযোদ্ধা সদস্যকে এ সংবর্ধনা দেওয়া হয়।

পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী এএসপি তাপস রঞ্জন ঘোষের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন- অ্যাডিশনাল এসপি সঞ্জয় সরকার, অ্যাডিশনাল এসপি ছুরত আলম, এএসপি কানন কুমার দেবনাথ, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।