ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জে ফুলকলি স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে ফুলকলি স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

 

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ কম্বল বিতরণের আয়োজন করে।

ফুলকলি স্কুলের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম লাবু বাংলানিউজকে জানান, স্কুলে ২ শতাধিক শিক্ষার্থী রয়েছে যারা সবাই হতদরিদ্র। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এ কম্বল বিতরণের ব্যবস্থা করে দেন।

কেরানীগঞ্জ উপজেলার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ কম্বল তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।