ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় মগড়া নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
নেত্রকোনায় মগড়া নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিখোঁজ হওয়ার একদিন পর নেত্রকোনা শহরের মোক্তারপাড়া ব্রিজের কাছে মগড়া নদী থেকে হাজেরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নেত্রকোনা: নিখোঁজ হওয়ার একদিন পর নেত্রকোনা শহরের মোক্তারপাড়া ব্রিজের কাছে মগড়া নদী থেকে হাজেরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

হাজেরা খাতুনের বাড়ি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বাঘাপাড়ায়। তবে তিনি মোক্তারপাড়ার টুটুল নামে এক ব্যক্তির বাসায় থেকে দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করতেন।  

নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, শনিবার (১৭ ডিসেম্বর) হঠাৎ হাজেরা খাতুন নিখোঁজ হন দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন টুটুল। রোববার সকালে স্থানীয়রা মগড়া নদীতে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।