ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
নেত্রকোনায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পুলিশ লাইনসের এক হল রুমে ৪৯ জন মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার জয়দেব চৌধুরীর হাত থেকে সংবর্ধনা গ্রহণ করেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মুক্তিযোদ্ধা মো. মোবারক হোসেন।

এসপি জয়দেব চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা তাদের রণাঙ্গনের স্মৃতিচারণ করেন।

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, মো. ছানোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মামুন খান চিশতী, সাজ্জাদুর রহমান প্রমুখ।

২০১৭ সালের ২৬ মার্চে পুলিশ মুক্তিযোদ্ধাদের নিয়ে নেত্রকোনা জেলা পুলিশ এক স্মরণিকা প্রকাশ করবে বলে সভাপতির বক্তব্যে ইচ্ছা পোষণ করেন এসপি জয়দেব চৌধুরী।

প্রকাশিত ওই স্মরণিকায় শহীদ থেকে শুরু করে সব পুলিশ মুক্তিযোদ্ধার মুক্তিসংগ্রামের বীরত্ব গাঁথা ইতিহাস তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।