ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ী সীমান্ত থেকে হেরোইন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
গোদাগাড়ী সীমান্ত থেকে হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ সীমান্ত এলাকা থেকে ‍ছয় লাখ টাকা মূল্যের ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের সদস্যরা।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ সীমান্ত এলাকা থেকে ‍ছয় লাখ টাকা মূল্যের ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর সুলতানগঞ্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

এ বিষয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হবে বলেও জানান বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এসএস/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।