ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ডাল-ভাত খেয়ে ১০ জন হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
মৌলভীবাজারে ডাল-ভাত খেয়ে ১০ জন হাসপাতালে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজারে একটি হোটেলে ডাল-ভাত খেয়ে ১০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৌলভীবাজার: মৌলভীবাজারে একটি হোটেলে ডাল-ভাত খেয়ে ১০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের শমসেরনগর সিএনজি স্ট্যান্ডে বিসমিল্লাহ হোটেলে ডাল-ভাত খাওয়ার পর এ ঘটনা ঘটে।

এদের মধ্যে একজন শ্রমিক নেতা, সাতজন অটোরিকশা চালক ও হোটেলের মালিক এবং তার ছেলে রয়েছেন।

দুপুরে খাওয়ার পর প্রথমে জ্ঞান হারিয়ে ফেলেন জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শেখ আনোয়ার হোসেন, ক্রমান্বয়ে অটোরিকশা চালক আব্দুল মতলিব, মকবুল হোসেন ও হাসান মিয়া জ্ঞান হারান।

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন- বিসমিল্লাহ হোটেলের মালিক ময়না মিয়া ও তার ছেলে পারভেজ আহমদ। এছাড়াও অটোরিকশা চালক শফিকুর রহমান, মবশ্বির মিয়া, সাবিল আহমদ ও নিতাই বাবু।

অসুস্থদের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে আটজন, কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও অপরজনকে বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, খাবারের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন না হওয়ার আগে সুনির্দিষ্ট কারণ শনাক্ত করা যাবেনা।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসম্বের ১৮, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।