ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
বরগুনায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

বরগুনায় ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত হয়েছেন।

বরগুনা: বরগুনায় ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার ৯ নম্বর এম বালীয়াতলী ইউনিয়েনের ঝিনাইবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাসির, বশির, ফজলু সিদার, রাসেদা, বাদশা, ফাহিমা, সাহিদা, সেফালী, শিউলি ও রেহানা। তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।