ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই ছাত্রকে কোপালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই ছাত্রকে কোপালো

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই ছাত্রকে কুপিয়ে জখম করেছে তাদের খেলার সঙ্গীরা।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই ছাত্রকে কুপিয়ে জখম করেছে তাদের খেলার সঙ্গীরা।

আহতরা হলেন- জগনাথ বিশ্ববিদ্যালয় (বিবিএর) ছাত্র মো. আলামিন (২০) ও  ডা. মাহাবুবুর রহমান কলেজের ছাত্র মো. শাহারিয়া (১৯)

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুই ছাত্র যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার বাসিন্দা থাকে।

আহতদের স্বজনেরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই এলাকার কোনাপাড়া আদর্শবাগে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে এ ঘটনা ঘটানো হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হামলাকারীকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
পিএম/এজেডএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।