ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
শরীয়তপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের উদ্বোধন

শরীয়তপুরে রোভার মুট ও পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শরীয়তপুর: শরীয়তপুরে রোভার মুট ও পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউট সভাপতি মো. মাহমুদুল হোসাইন খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা স্কাউট সাধারণ সম্পাদক মন্মথন কুমার দাস, গোলাম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম, সদর উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ চৌধুরী, ফরিদপুর অঞ্চল শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ, সদর উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক ও আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল, শরীয়তপুর জেলা রোভার সাধারণ সম্পাদক মহিবর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. শাহ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।