ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দ‍ুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বরিশালে সড়ক দ‍ুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

ব‌রিশালের বাকেরগঞ্জের বোয়া‌লিয়া কাঠেরপুল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আহত বনি আমিনের (৩০) মৃত্যু হয়েছে।

বরিশাল: ব‌রিশালের বাকেরগঞ্জের বোয়া‌লিয়া কাঠেরপুল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আহত বনি আমিনের (৩০) মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ব‌রিশাল শের-ই-বাংলা চি‌কিৎসা মহা‌বিদ্যালয় হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ব‌নি আ‌মিনের বাড়ি পটুয়াখা‌লীর ভিটাখা‌লি এলাকায়।

এর আগে, দুপ‍ুরে মোটরসাইকেলে করে বাকেরগঞ্জ থেকে ব‌রিশাল যাচ্ছিলেন জাফর ও বনি আমিন। পথে কাঠেরপুল এলাকায় এলে একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা।

এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে বিকেল পৌনে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় জাফর মারা যান। পরে রাত ৮টায় বনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেবা‌চিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।