ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ট্রলার ডুবে ৩ জন নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
ঝালকাঠিতে ট্রলার ডুবে ৩ জন নিখোঁজ

ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ট্রলার ডুবে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- ঝালকাঠি শহরের রাজ্জাক মল্লিক রাজা (৩২), দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০) ও পোনাবালিয়া গ্রামের আলম জমাদ্দার (৩৫)।

পুলিশ জানায়, সকালে পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট এলাকায় খুলনাগামী মধুমতির স্টিমারের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রলারের ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে গিয়ে তিন যাত্রী নিখোঁজ হন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বাংলানিউজকে জানান, নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরিদল উদ্ধার কাজ শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।