ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে অবৈধ জাল ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
পটুয়াখালীতে অবৈধ জাল ধ্বংস

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনায় ও কলাপাড়ায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও বেহুন্দী জাল ধ্বংস করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তারা। বুধবার (০৪ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) রাত পর্যন্ত দশমিনায় বুড়াগৌরঙ্গ ও তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ বাংলানিউজকে জানান, উপজেলা মৎস্য বিভাগের পরিচালনায় এ বিশেষ অভিযান চালানো হয়। যা আরও কিছুদিন চলবে।

অপরদিকে, কলাপাড়ায় মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন বুধবার দিনগত রাতে যৌথ অভিযান চালিয়ে আন্ধারমানিক নদীর নিজামপুর, জালালপুর, হোসেনপুর ও রামনাবাদ নদীর পাটুয়া, দেবপুর, পশুরবুনিয়া থেকে মাছ ধরা অবস্থায় ১২ হাজার মিটার কারেন্ট জাল, সাতটি বেহুন্দী জাল ও বিভিন্ন ধরনের আরও চার হাজার মিটার জাল জব্দ করে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এমএস/বিএসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।