ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনা প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসা বাজার এলাকায় ট্রাকচাপায় মামুন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন সদরপুর বাজার পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় সদরপুর মাদ্রাসা বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দেয়ে। এতে মামুন রাস্তায় ছিটকে পড়ে যায়।

এ সময় পেছনে থাকা আরেকটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে একটি ট্রাক জব্দ কর‍া হয়েছে। তবে, ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।