ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদ ও সন্ত্রাসের কাছে জাতি আত্মসমর্পণ করেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
জঙ্গিবাদ ও সন্ত্রাসের কাছে জাতি আত্মসমর্পণ করেনি বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ বেড়ে যেতো। ওই নিবাচন যাপিত জীবনের চলমান চাকাকে রক্ষা করেছিলো। ভয় ভীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের কাছে জাতি আত্মসমর্পণ করেনি।

শুক্রবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশান ক্লাবে নিউজ ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এনবিএর তৃতীয় কার্যনিবাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, সংস্কৃতিক চর্চায় আমাদের মনোযোগী হতে হবে।

তবেই কেবল বাংলাদেশের নাগরিক হিসেবে শেকড়ের সাথে সম্পক স্থাপন করতে পারবে।

গত  বছরের ২ সেপ্টেম্বর এনবিএর তৃতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মুনিরুল ইসলাম পুননির্বাচিত ও  জেনারেল সেক্রেটারি পদে নিবাচিত হন চৌধুরী দৌলত মোহম্মদ জাফরী।

ভাইস প্রেসিডেন্ট পদে জাভেদ কারদার, সাংগঠনিক সম্পাদক ফারাবি হাফিজ, ট্রেজারার শরীফ উল হক, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি ইকবাল বাহার, কালচারাল সেক্রেটারি লোপা হোসেইন, লিগ্যাল অ্যাফাইরস সেক্রেটারি নুজহাত আফরিন, এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি গোলাম রাব্বি, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি বাসুদেব সাহা, ইভেন্ট সেক্রেটারি মুহাম্মদ ওয়ালি উল্লাহ নিবাচিত হয়েছেন।

এছাড়া এক্সিকিউটিভ সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মীর তৌসিক হুসাইন, সাদাত সরকার ও রিয়াজ হাফিজ।
 
বাংলাদেশ-এনবিএর তৃতীয় কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সহযোগিতায় ছিলো ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবতী এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
এসএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।