ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
বেনাপোল সীমান্তে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ বেনাপোল সীমান্তে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (৭ জানুয়ারি) দিনগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত পৃথক দু’টি অভিযান চালানো হয়।

 

এ প্রসঙ্গে ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সীমান্তের দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুস ছামাদ বাংলানিউজকে জানান, পাচারকারীরা ভারত থেকে মাদকের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পৃথক দু’টি অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এজেডএইচ/বিএসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।