ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে ২ মাদক ব্যবসায়ী কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
ধুনটে ২ মাদক ব্যবসায়ী কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামের আলমগীর হোসেন (৪৫) ও উপজেলার ধেরুয়াহাটি গ্রামের আবুল কাসেমের ছেলে রুহুল আমিন ওরফে তোফাজ্জল হোসেন (৩০)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আলমগীর ও রুহুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাতে পৃথকভাবে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১০ লিটার চোলাই মদসহ মাঠপাড়া সেতুর ওপর থেকে আলমগীর হোসেনকে এবং ২৫ পিস ইয়াবাসহ শহরের চৌরাস্তার মোড় থেকে রুহুল আমিনকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে আলমগীর ও রুহুল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।    

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।