ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নতুন রূপে সাতরাস্তা-কারওয়ান বাজার সড়ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
নতুন রূপে সাতরাস্তা-কারওয়ান বাজার সড়ক নতুন রূপে সাতরাস্তা-কারওয়ান বাজার সড়ক/ছবি-ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়ক বদলে গেছে আমূল। আগের মতো অসহনীয় যানজট, ঘিঞ্জি অবস্থা এখন চোখে পড়বে না। তকতকে, ঝকঝকে এ সড়ক এখন স্বস্তিতে চলছে যানবাহন, মানুষ।

শনিবার (৭ জানুয়ারি) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ট্রাকস্ট্যান্ড ও ছোটখাট দোকানপাট চূড়ান্তভাবে উচ্ছেদের পর সড়কটি এখন ঝকঝকে, যানজটহীন। সড়কের পাশে দাঁড়ানো নেই চিরাচরিত সেই ট্রাক।

তবে মূল সড়কটি যানজটমুক্ত হলেও পাশের সড়কে ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

দীর্ঘদিন দখলে থাকা সড়কটি এখন নগরবাসীকে এনে দিয়েছে স্বস্তি। কম সময়ে যাতায়াতের জন্য অনেকেই সড়কটি ব্যবহার করছেন।

এ সড়কে নিয়মিত ‍যাতায়াত করেন রাজধানীর মধুবাগের বাসিন্দা ফজলুল হক। নতুন রূপে সাতরাস্তা-কারওয়ান বাজার সড়ক/ছবি-ডিএইচ বাদলতিনি বলেন, সড়কটি এখন সব সময় ফাঁকা থাকে। আগের মতো ট্রাক দাঁড়িয়ে থাকে না। কম সময়ে এ পথে যাতায়াত করা যায়।

তবে ট্রেন চলাচলের সময় মাঝে-মধ্যে কিছুটা যানজট সৃষ্টি হয় বলে জানান ফজলুল হক।

অবৈধ দখল ও যানজটমুক্ত রাখতে সড়কটিতে সিসি ক্যামেরার ব্যবস্থাসহ সবসময় কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ।

ট্রাফিক পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ বাংলানিউজকে বলেন, তেজগাঁও সাতরাস্তা থেকে রেললাইন পর্যন্ত সড়কটি মুক্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে ট্রাক দাঁড়ালেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে রেকার লাগানো হচ্ছে। নতুন রূপে সাতরাস্তা-কারওয়ান বাজার সড়ক/ছবি-ডিএইচ বাদলএ সড়কে সিসি ক্যামেরার পাশাপাশি সবসময় একজন ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে একটি টিম কাজ করছে বলেও জানান তিনি।

কয়েক দফা চেষ্টার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের নেতৃত্বে গত ২৭ নভেম্বর সড়কটি চূড়ান্তভাবে দখলমুক্ত করা হয়। আগে সেখানে ই‍ঁদুর-বেড়াল খেলা চলেছে দীর্ঘদিন।

সিটি করপোরেশন ও ট্রাফিক সড়কটি দখলমুক্ত করে যেত। কিছুক্ষণের মধ্যে তা আবারো দখলে চলে যেত অবৈধ ট্রাক পার্কিংয়ে।

শনিবার এলাকা ঘুরে দেখা যায়, মূল সড়কটি পুরোপুরি দখলমুক্ত থাকলেও সাতরাস্তা থেকে রেললাইন যাওয়ার অন্য সড়কটিতে বিপুল সংখ্যক ট্রাক দাঁড়িয়ে আছে। নতুন রূপে সাতরাস্তা-কারওয়ান বাজার সড়ক/ছবি-ডিএইচ বাদলট্রাকস্ট্যান্ডের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় বাধ্য হয়ে এখানে ট্রাক রাখছেন বলে জানান ড্রাইভার মোস্তাফিজ। তিনি বলেন, মূল সড়কে যানজট না থাকায় বাইপাস  সড়কটি খুব একটা ব্যবহার করা হয় না।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭

এমইউএম/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।