ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেরামতের সময় গাড়ি চাপায় প্রাণ গেলো মিস্ত্রীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
মেরামতের সময় গাড়ি চাপায় প্রাণ গেলো মিস্ত্রীর  মানচিত্র

পিরোজপুর: পিরোজপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় একটি গাড়ি মেরামত করার সময় চাপা পড়ে শফিউর রহমান গাজী (৪৫) নামে এক গ্যারেজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (০৯ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শফিউর রহামনের বাড়ির যশোরের বাঘাপাড়া উপজেলায়। তিনি বাসস্ট্যান্ড এলাকার একটি গাড়ির গ্যারেজের কাজ করতেন।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবু আলম বাংলানিউজকে জানান, শফিউর রহমান একটি পিকআপ ভ্যানের মেরামতের জন্য জগ দিয়ে উঁচু করে তার নিচে ঢুকেন। পরে জগটি সরে গেলে তিনি পিকআপের নিচে চাপা পড়েন। এতে তার মাথা থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউরকে মৃত ঘোষণা করেন।
 
বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।