ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে পাচারের সময় শার্শায় ৩ কিশোরী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ভারতে পাচারের সময় শার্শায় ৩ কিশোরী উদ্ধার

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় পাচারকারীদের হাত থেকে তিন কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার হওয়া কিশোরীদের পুলিশের মাধ্যমে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির কাছে সোপর্দ করা হয়েছে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে শার্শার রুদ্রুপুর সীমান্তের বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, রুদ্রুপুর সীমান্ত পথে পাচারকারীরা তিন কিশোরীকে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা খবর পেয়ে পাচারকারীদের হাত থেকে তাদের উদ্ধার করে পুলিশে হাতে তুলে দেয়। পরে পুলিশ তাদের নিজ-নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির হাতে সোপর্দ করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ভারতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাচারের চেষ্টা করা হচ্ছিলো। কিশোরীরা বর্তমানে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কাউন্সিলর নুরুন্নাহারের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘন্টা, জানুয়ারি ১০, ২০১৭
এজেটএইচ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।