ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
গাজীপুরে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় জয় কেমিকেল নামে একটি মশার কয়েল তৈরি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় জয় কেমিকেল নামে মশার কয়েল তৈরি কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ওই কারখানার আনুমানিক ৮লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে মেশিনে ওভার হিট হয়ে আগুনের সূত্রপাত হয়।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘন্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।