ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
সিলেট সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

সিলেট: সিলেটে ভারতীয় মদসহ কাওছার আহমদ (২৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে বিছানাকান্দি বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জওয়ান সীমান্তের ১২৬৩ মেইন পিলার সংলগ্ন বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটক কাওছার গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি বগাইয়া মুসলিমপাড়া লিডারবস্তি এলাকার মৃত ওদু মিয়ার ছেলে। আটকের সময় তার কাছ থেকে চার বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির সুবেদার মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।  

আটক কাওছারকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।