ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
চাঁদপুরে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন চাঁদপুরে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা হচ্ছে চাঁদপুর স্টেডিয়ামে।

রূপকল্প-২০২১ বাস্তবায়ন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আইসিটি’র ব্যবহার নিশ্চিতকরণ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
 
মেলা উপলক্ষে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে চাঁদপুর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

এসময় সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর সবুর মণ্ডল।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু সালেহ মো. আবদুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শরীফ চৌধুরী।
 
এ সময় চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শরীফ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান, মতলব দক্ষিণের ইউএনও শহিদুল ইসলাম,  মতলব উত্তরের ইউএনও মফিজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম শাহীন উপস্থিত ছিলেন।

তিনদিনের এ মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের ৫১টি স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।