ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারীতে বখাটের কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
রৌমারীতে বখাটের কারাদণ্ড

রৌমারী (কুড়িগ্রাম): রৌমারীতে কলেজ শিক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে আনোয়ার হোসেন ওরফে হিমু (২৮) নামে এক বখাটেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় রৌমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিচারিক হাকিম আব্দুল্লাহ আল মামুন তালুকদার এ দণ্ডাদেশ দেন।

আনোয়ার হোসেন ওরফে হিমু উপজেলার শৌলমারী ইউনিয়নের পুরারচর গ্রামের মৃত লাল চাঁন মিয়ার ছেলে।

রৌমারী থানার উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, হিমু দীর্ঘদিন ধরে শৌলমারী ইউনিয়নের বাউশমারী এলাকার এক কলেজ শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিলেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বিকেল ৪টার মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে জেলে পাঠানোর নির্দেশ ও দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বিএসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।