ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে সুলতান মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
নড়াইলে সুলতান মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা নড়াইলে সুলতান মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নড়াইল: নড়াইলে সুলতান মেলার চতুর্থদিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্লে-দশম শ্রেণি পর্যন্ত মোট চার গ্রুপে সহস্রাধিক শিশু এ প্রতিযোগিতায় অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন- নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নব নির্বাচিত জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সোহবার হোসেন বিশ্বাস প্রমুখ।

এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৫ জানুয়ারি) এ মেলার সূচনা করা হয়। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন।

সাত দিনব্যাপী এ মেলায় চিত্র প্রদশর্নী, লাঠিখেলা, কুস্তি প্রতিযোগিতা, হ্যান্ডবল, ষাঁড়ের লড়াই, ঘোড়ার গাড়ির দৌড়, সেমিনার, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এবার সুলতান পদক পাচ্ছেন বরেণ্য শিল্পী হাশেম খান।

**নড়াইলে ৭ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসএএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।