ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
লালপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় দুঃস্থ ও শীতার্তদের মধ্যে দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে এসব কম্বল দুঃস্থদের হাতে তুলে দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল প্রমুখ।
                                              
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।