ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাস চাপায় নিহত ১, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বগুড়ায় বাস চাপায় নিহত ১, আহত ৩

বগুড়া: বগুড়ার শেরপুরে বাস চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী লায়লী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- মরিয়ম, মুন্নি খাতুন ও আব্দুস সোবহান।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুরে রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থা খারাপ হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর বাজার থেকে অটোভ্যানটি রানীরহাট যাওয়ার সময় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস ওই ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই লায়লী নিহত হন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমবিএইচ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।