ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সোনাতলায় দুঃস্থদের মধ্যে জনতা ব্যাংকের কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
সোনাতলায় দুঃস্থদের মধ্যে জনতা ব্যাংকের কম্বল বিতরণ দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ জনতা ব্যাংক

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় জনতা ব্যাংকের উদ্যোগে অসহায় দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার জনতা ব্যাংক শাখা কার্যালয় চত্বরে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন- ব্যাংকের সহকারী উপ-মহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান, সোনাতলা শাখা ব্যবস্থাপক দীপক কুমার নন্দী, ব্যাংক কর্মকর্তা মো. এমদাদুল হক, নূরুল ইসলাম, গোলাম কিবরিয়া, রেজাউল করিম ও মোজাফফর হোসেন প্রমুখ।


 
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমবিএইচ/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।