ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নজরুল ইসলাম রাকাব’র নতুন চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
নজরুল ইসলাম রাকাব’র নতুন চেয়ারম্যান

রাজশাহী: সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলামকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়োগ দিয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে রাকাব’র জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ সালাহ উদ্দিন গাজী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী তিন বছরের জন্য মুহাম্মদ নজরুল ইসলামকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি ১৯৭৭ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।

২০০৮ সালের নভেম্বরে তিনি এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। এর আগে কুষ্টিয়া ও চট্টগ্রামের জেলা প্রশাসক কুমিল্লা বার্ড, যুব উন্নয়ন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছাড়াও বর্তমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ইতোপূর্বে দায়িত্ব পালন করছেন বলে জানান রাকাব’র জনসংযোগ কর্মকর্তা।

তিনি আরও বলেন, নজরুল ইসলাম ১৯৫০ সালে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার চরনবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ১৯৭১ সালে এমএ ডিগ্রি অর্জন করেন।

সরকারি সফরে তিনি বিভিন্ন সময়ে ২৮টি দেশ ভ্রমণ করেন বলেও জানান আবদুল্লাহ সালাহ উদ্দিন গাজী।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসএস/‌এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।