ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সাহসিকতায় যুদ্ধাপরাধীদের বিচার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
প্রধানমন্ত্রীর সাহসিকতায় যুদ্ধাপরাধীদের বিচার ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমাবেশ- ছবি: আরিফ জাহান

বগুড়া: ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রুখো, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখো’ স্লোগান সামনে রেখে বগুড়ায় ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে শহরের সাতমাথায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাবেশ পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার পঙ্কজ ভট্টাচার্য।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সাহসিকতায় যুদ্ধপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে। দেশের মাটিতে বিচারের রায় কার্যকর করা গেছে। তাছাড়া হয়তো বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হতো না।
 
আরও বক্তব্য রাখেন- ভূপাল চন্দ সাহা, রণজিৎ বর্মন, আমিনুল হক বাবলু, আবদুল্লাহেল বাকি, জিন্নাতুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, টিএম মূসা পেস্তা, মাহফুজুল হক দুলু, অ্যাডভোকেট মীর ইকবাল হোসেন প্রমুখ।
 
উক্ত সমাবেশে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাটসহ বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমবিএইচ/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।