ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা কুমোদ বাড়ৈ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
মুক্তিযোদ্ধা কুমোদ বাড়ৈ আর নেই

বরিশাল: বরিশালে মুক্তিযোদ্ধা কুমোদ বাড়ৈ আর নেই। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে বরিশাল ল’ কলেজ মাঠে রাষ্ট্রীয় মযার্দা প্রদান শেষে নগরীর কাউনিয়া মহাশ্মশানে তাকে দাহ করা হয়।

এর আগে মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে মুক্তিযোদ্ধা কুমোদ বাড়ৈ নাজিরের পুল সংলগ্ন এলাকার ভাড়া বাসায় পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন বার্ধ্যকজনিতরোগে ভুগছিলেন।

ল’কলেজ মাঠে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল। এর আগে প্রয়াত মুক্তিদযোদ্ধাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এ সময় বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) নাজমুল হোসেন, বরিশাল ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মোখলেছুর রহমান, ডেপুটি কমান্ডার শাহজাহান খান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন, সৈয়দ আনিস, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কামরুল আহসান, শহীদ অব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

কুমোদ বাড়ৈর মৃত্যুতে বরিশাল সদর আসনের সংসদ সদস্য, বরিশাল ২ আসনের সংসদ সদস্য, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, শহীদ অব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ  সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।