ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক থেকে লাকড়ি পড়ে ভাই-বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
গাজীপুরে ট্রাক থেকে লাকড়ি পড়ে ভাই-বোনের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকায় ট্রাক থেকে লাকড়ি পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ী আহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারী) বিকেল ৫টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ময়মনসিংহের কোতোয়ালি থানার আলমগীর হোসেনের মেয়ে রত্না আক্তার (৪) ও একই এলাকার চাঁন মিয়ার ছেলে আব্দুল্লাহ (৬)।

নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই-বোন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ পানিশাইল এলাকায় তোফাজ্জল হোসেনের খাবার হোটেলে বিকেলে ট্রাক ভর্তি লাকড়ি আসে।

ট্রাকটি হোটেলের সামনে পার্ক করার সময় এক পর্যায়ে ট্রাকের চাকা গর্তে পড়ে কাত হয়ে যায়। এতে ট্রাকে থাকা লাকড়ি পাশেই দাঁড়িয়ে থাকা শিশু রত্না ও আব্দুল্লাহ এবং ব্যবসায়ী তোফাজ্জলের ওপর পড়ে।

পরে স্থানীয়রা ওই দুই শিশুসহ ব্যবসায়ীকে উদ্ধার করে শেখ ফাজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রত্না ও আবদুল্লাকে মৃত ঘোষণা করেন।

আহত ব্যবসায়ী তোফাজ্জল হাসপাতালে চিকিৎসাধীন।

চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আরএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।