ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডব্লিউইএফ-এ অংশগ্রহণ, অনন্য উচ্চতায় বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ডব্লিউইএফ-এ অংশগ্রহণ, অনন্য উচ্চতায় বাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান

সুইজারল্যান্ড থেকে: অর্ধশতের মতো রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিশ্বের শীর্ষ ধনী ও ক্ষমতাধরদের মিলনমেলা বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় অংশগ্রহণ বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডব্লিউইএফ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লস সোয়াবের আমন্ত্রণে বাংলাদেশের প্রথম কোনো নির্বাচিত সরকার প্রধান হিসেবে সংস্থাটির ৪৭তম বার্ষিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) ‘ক্রিয়াশীল ও দায়িত্ববান নেতৃত্ব’ এই স্লোগানে সুইজারল্যান্ডের দাভোসে কংগ্রেস সেন্টার শুরু হয় সভার আনুষ্ঠিক কার্যক্রম।

বুধবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে দাভোসে সিলভ্রেত্তা পার্ক হোটেলে প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী প্রথমবারের মতো এসেছেন। আমাদের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি, সাফল্য-এই সবকিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ডাভোসে আগমন। ’
 
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এমন পর্যায়ে গেছে, প্রতিনিয়ত গ্লোবাল লিডারসরা জিজ্ঞেস করেন ম্যাজিকটা কী?’
 
বিশ্ব অর্থনৈতিক ফোরামের গুরুত্ব তুলে ধরে আবুল কালাম আজাদ বলেন, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্ব নেতৃবৃন্দ এখানে এসে থাকেন। এবছর ৫৫ থেকে ৬০ রাষ্ট্র ও সরকার প্রধান এসেছেন। পৃথিবীর যত বড় বড় বিজনেস ফোরাম আছে; যাদের টার্নওভার দুই বিলিয়ন ডলারের উপরে তারা এখানে আসেন। ’
ডব্লিউইএফ’র বার্ষিক সভার সাইড লাইনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ক্লস/ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদান করে বাংলাদেশের সমস্যাগুলির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতার কাতারে দাঁড়িয়ে সারা পৃথিবীকে মানুষের বাসযোগ্য করার জন্য কি করা উচিৎ সেই মতামতগুলো ব্যক্ত করেছেন। ’

দারিদ্র্যকে শত্রু হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী দারিদ্র্যের বিরুদ্ধে সবাই মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন বলেও জানান মুখ্য সমন্বয়ক।
 
পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘দাভোসে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটা ভিন্ন লেভেলে চলে গেল। এর সাবসিকোয়েট কনসিকোয়েন্ট আমরা পরে দেখবো। এই মুহূর্তে এটা কোয়ান্টিফাই করা খুব ডিফিকাল্ট। ’

তিনি বলেন, ‘দাভোস এরকম একটা প্ল্যাটফরম সরকারি, বেসরকারি, সিভিল সোসাইটি সবাই মিলে ঠিক করে যে, পৃথিবী আজ থেকে ১০, ১৫, ২০ বছর পরে কী রকম হবে। দাভোস ঠিক বর্তমান নিয়ে কথা বলে না। ভবিষ্যৎ নিয়ে কথা বলে। এবং সেই ভবিষ্যতে আপনি ঠিক কীভাবে পাথওয়ে তৈরি করবেন সেটা নিয়ে আলাপ করে। ’
 
২০২১-এ মধ্যম আয় ও ২০৪১ এ উন্নত দেশের কাতারে যাওয়ার লক্ষ্যের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ‘এখন এই পাথওয়েটা কী হবে, এখানে গ্লোবালি কীভাবে উত্তরণটা ঘটবে এই আলোচনার অনেক কিছুই দাভোসে আলোচিত হয়েছে। ’
 সুইজাল্যান্ডের দাভোসের কংগ্রেস সেন্টারে ‘ওয়ার্ল্ডস আন্ডার ওয়াটার’ শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর বার্ষিক সভায় অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘দাভোসে প্রধানমন্ত্রী আসার সাথে সাথে গ্লোবাল ইনভেস্টমেন্টের ফোকাস আসবে। এখন বাংলাদেশকে গ্লোবাল ইনভেস্টমেন্ট রাডারের মধ্যে রেখে বড় বড় কোম্পানি, বড় বড় দেশ তারা চিন্তা করবে বাংলাদেশ বিনিয়োগের জন্য খুব ভালো জায়গা। ’

সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভাস্থ জাতিসংঘে দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান বলেন, ‘গতকাল ক্লস সোয়াবের সঙ্গে বৈঠকে ওই কথাটি প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশের যে ভাবমূর্তি সেটি এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে, প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে। ’
 
রাষ্ট্রদূত বলেন, ‘ক্লস সোয়াব বলেছেন বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করেছে এটা থেকে আমরা বুঝতে পারি যে, আপনাদের ভবিষ্যতও অত্যন্ত উজ্জ্বল। আপনাদের কর্মপরিকল্পনা সত্যিই প্রশংসার যোগ্য। ’

‘আরেকটি কথা উনি বলেছেন, বাংলাদেশকে সারা পৃথিবীতে আপনারা যেভাবে পরিচিত করেছেন সেটাকে আমরা ব্র্যান্ডিং বলতে চাই। এই ব্র্যান্ডিংটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এ ব্যাপারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যদি কিছু করতে পারে তাহলে তারা অত্যন্ত খুশি মনে সেটা করবে। ’

শামীম আহসান বলেন, ‘এই অংশগ্রহণ এবং এই উপস্থিতির মাধ্যমে আমরা মনে করি ব্র্যান্ডিংয়ের প্রথম পদক্ষেপ আমরা নিয়েছি। ’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।