ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে যুবক খুন, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
তেজগাঁওয়ে যুবক খুন,  গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে আব্দুল আজিজ (১৮) নামে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।

এ হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে নিহতের ‍মা শরিফা বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মামলার ঘটনায় সাইমন, জুয়েল ও মনিরকে গ্রেফতার করা হয়েছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত খেলার ব্যাট ও চাকু উদ্ধার করা হয়েছে।

স্থানীয় যুবক জসিম বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার খেলাঘরের মাঠে সাইমন ও মনিরসহ কয়েকজন যুবক আবুল আজিজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।