ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মদনে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
মদনে ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোনার মদন উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এনামূল হক (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এনামূল উপজেলার ফেকনী গ্রামের আব্দুল হকের ছেলে।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার সোনালী ব্যাংকের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান এনামূলকে মাদক ব্যবসায়ী দাবি করে বাংলানিউজে জানান, এনামূল আইনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন।

আটকের সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এনামূলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।