ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দুই ভাগ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
দুই ভাগ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভেঙে দুই ভাগে বিভক্ত করেছে সরকার।

বিভাগ দু’টি হলো, জননিরাপত্তা বিভাগ (Public Security Division) এবং সুরক্ষা সেবা বিভাগ (Security Service Division)।

দুই ভাগে বিভক্ত করে মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩ সাব-রুল (i) এ প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনরায় গঠন করে ওই মন্ত্রণালয়ের অধীন দু’টি বিভাগ গঠন করেছেন।

পুলিশ, বিজিবি, ইন্টারপোল, আনসার, কোস্ট গার্ড, রাজনৈতিক ও আইন ইত্যাদি থাকবে জননিরাপত্তা বিভাগের অধীন।
 
আর সুরক্ষা সেবা বিভাগের অধীন থাকবে পাসপোর্ট অধিদফতর, কারাগার, ফায়ার সার্ভিস, মাদক নিরাময়, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ইত্যাদি।
 
এর আগে, গত ৩০ নভেম্বর ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’ এবং ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’ নামে শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে বিভক্ত করা হয়। পরে দুই বিভাগে দুইজন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কেও ভাগ করা হবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭/আপডেট ১৪৫০
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।