ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পাইপগানসহ ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আশুলিয়ায় পাইপগানসহ ব্যবসায়ী আটক আশুলিয়ায় পাইপগানসহ ব্যবসায়ী আটক-ছবি: বাংলানিউজ

আশুলিয়া (সাভার): আশুলিয়ার গাজীরচট নলীরপাড় এলাকায় পাইপগানসহ হারুন উর রশিদ নামে এক হোটেল ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।

হারুন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চর সেমরা গ্রামের সুলতান আহম্মেদ বেপারির ছেলে। তিনি নলীরপাড় এলাকায় হোটেল ব্যবসা করতেন।

হোটেল কর্মচারী মঈনুদ্দিন বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো আজও তাদের মালিক হারুন সকালে হোটেলে আসেন। এরপর দুপুরে ডিবি পুলিশের লোকজন হোটেলে এসে ক্যাশের ড্রয়ারে তল্লাশি শুরু করেন। পরে সেখান থেকে পাইপগান উদ্ধার করেন তারা। এসময় দোকানের সাটার নামানোর কাজে ব্যবহৃত হাতুরিও নিয়ে যান তারা।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গাজীরচট এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে মালিক হারুনকে পাইপগানসহ আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।