ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হেরোইন ও ভারতীয় শাড়িসহ আটক ৩

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
বগুড়ায় হেরোইন ও ভারতীয় শাড়িসহ আটক ৩ হেরোইন ও ভারতীয় শাড়িসহ বগুড়ায় তিনজনকে আটক করেছে এপিবিএন

বগুড়া: বগুড়ায় হেরোইন ও ভারতীয় শাড়িসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএন-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে জেলার গাবতলী থানার সোন্দাবাড়ী দক্ষিণপাড়া ও নূরানী মোড় শান্তাহার রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আমিনুল ইসলাম (৪৫), ছাবিনা (৩৫) ও ঝরনা বেগম (৩৭)।



এপিবিএন সূত্রে জানা যায়, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৩ গ্রাম হেরোইন ও ৬৬ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ।

এ বিষয়ে বগুড়া জেলার সদর ও গাবতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।