ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ২ ক্লিনিক ও ১ ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
দিনাজপুরে ২ ক্লিনিক ও ১ ফার্মেসিকে জরিমানা দিনাজপুরে ২ ক্লিনিক ও ১ ফার্মেসিকে জরিমানা

দিনাজপুর: দিনাজপুর শহরে অভিযান চালিয়ে দুইটি ক্লিনিক ও একটি ফার্মেসিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দিনাজপুর জেলা ওষুধ নিয়ন্ত্রক মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযানে অবৈধভাবে ক্লিনিক পরিচালনার দায়ে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার আনোয়ারা ক্লিনিককে এক হাজার টাকা ও গোলকুঠি রোডের রোগমুক্তি ক্লিনিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আরমান ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।